ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

বাংলাদেশের নির্বাচন নিয়ে আবারও মন্তব্য ভারতের

আবারও বাংলাদেশের নির্বাচন নিয়ে নিজেদের মতামত জানালো ভারত। স্পষ্ট করলো অবস্থান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানধির জয়শোয়াল নিয়মিত ব্রিফিংয়ে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কথা বলেন।


ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে তা কতটা গ্রহনযোগ্য হবে। এমন প্রশ্নের জবাবে মুখপাত্র রানধির জয়শোয়াল বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। সেদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।


এ সময় ভারতের নির্বাচন কমিশনের তিন সদস্যের ঢাকা সফরের বিষয়ে প্রশ্ন করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ভারতীয় জয়শোয়াল। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ।


ডুজারিককেও বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা শুধু ঘনিষ্ঠভাবে এ প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করছি। আমাদের আশা নির্বাচন হবে স্বচ্ছ ও সুষ্ঠু। আর এ সম্পর্কে জাতিসংঘের প্রতিক্রিয়া নির্বাচনের পরে জানানো হবে।


যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বুধবার (৩ জানুয়ারি) বাংলাদেশের নির্বাচন ইস্যুতে ম্যাথিউ মিলার নির্বাচনে যুক্তরাষ্ট্রের গভীর পর্যবেক্ষণের কথা জানান।

ads

Our Facebook Page